Advertisement

Responsive Advertisement

বিশ্ববন্ধু সেন ছিলেন বড় হৃদয়ের মানুষ ও আদর্শ রাজনীতিবিদ: বিদ্যুৎ মন্ত্রী




আগরতলা, ৭ জানুয়ারি: রাজনীতিবিদদের বড় হৃদয় থাকা উচিত। প্রয়াত বিশ্ববন্ধু সেন ছিলেন সত্যিই মহানুভব ও বড় হৃদয়ের মানুষ। তিনি জাতীয়তাবাদী চিন্তাধারার প্রতি বিশ্বাসী ছিলেন এবং তার মৃত্যু আমাদের জন্য একটি বড় ক্ষতি। বুধবার বিধানসভায় প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণ সভায় এভাবেই স্মৃতিচারণ করেন সংসদ বিষয়ক ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী এদিন উল্লেখ করেন, ১৯৮০-এর দশকের গোড়ার দিকে তিনি বিশ্ববন্ধু সেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বিশ্ববন্ধু সেন কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং একজন কবি, সাহিত্যিক, গায়ক এবং অভিনেতা ছিলেন। তিনি অবসর সময়ে রবীন্দ্রসঙ্গীত শুনতেন। ধর্মনগরের মানুষদের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। যারা আমাদের ছেড়ে গেছেন, যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রীরা এবং অধ্যক্ষরা,আপনারা কি তাদের স্মরণ করেন? সন্দেহ আছে। বিশ্ববন্ধু আমাদের কাছে খুবই কাছের মানুষ ছিলেন। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা একসঙ্গে কাজ করেছি এবং তাতেই আমাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তিনি জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাস করতেন।
তিনি আরও জানান, বিশ্ববন্ধু সেন ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রতন লাল নাথ বলেন, আমি তখন বিরোধী নেতা হিসেবে কাজ করতাম। কিন্তু বিশ্ববন্ধু বাবু বিধানসভার কার্যক্রম সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতেন। জনগণের কল্যাণে সরকারকে কীভাবে কাজ করতে হবে, তা তিনি দেখাতেন। বিধানসভায় আমরা বিরোধী দলেও থাকি বা এখন শাসক দলেও, তিনি সর্বদা জনগণের কল্যাণমূলক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতেন। আমরা জানি কেউ চিরকাল থাকেন না, কিন্তু স্মৃতি থেকে যায়। তার চলে যাওয়া আমাদের জন্য এক বড় ক্ষতি। রাজনীতিতে এমন খুব কম মানুষ আছে যারা তার মত সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
মন্ত্রী আরও বলেন,আমার মতে, রাজনীতি হল সমাজের জন্য মূল্যবোধ নির্ধারণের ক্ষমতা সম্পন্ন কাজ। তাই আমরা বলতে পারি, ‘রাজনীতি হল সৃজনশীল ও উদ্ভাবনী মানুষদের দ্বারা প্রদর্শিত এক ক্লাসিক্যাল আর্ট।’ যারা রাজনীতির প্রকৃত অর্থ ও সারমর্ম বোঝে না, তারা তা ভুলভাবে ব্যাখ্যা করেন। এজন্যই রাজনীতির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়ায়। অনেকেই রাজনীতিকে একটি পেশা হিসেবে গণ্য করতে চায়। তবে বিশ্বের সব রাজনৈতিক বিজ্ঞানী এবং রাজনৈতিক দার্শনিকরা রাজনীতিকে এক মহান দায়িত্ব ও কর্তব্য হিসেবে গণ্য করেছেন। সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের কল্যাণে অবিরাম দায়িত্ব, আত্মনিয়োগ ও ত্যাগ ছাড়া কেউ সফল রাজনীতিবিদ হতে পারে না। সত্যিকারের অর্থে, রাজনীতি হল সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের কল্যাণে আত্মত্যাগের কাজ।
মন্ত্রী আরো বলেন, রাজনীতিবিদরা প্রায়ই নানা রকম অসন্তুষ্টির শিকার হন, কিন্তু তারা সমাজের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বা নর্দমার ময়লা সরান—যা অন্য কেউ করে না। বিশ্ববন্ধু সেন আমাদের কাছে সেই আদর্শ রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ। এদিনকার স্মরণ সভায়
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, চিফ হুইপ কল্যাণী সাহা রায় এবং বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী সহ বিধানসভার কর্মী এবং আধিকারিকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ