Advertisement

Responsive Advertisement

অবিলম্বে ফল প্রকাশের দাবি জানালো এসটিজিটি পরীক্ষার্থীরা



আগরতলা, ৫ জানুয়ারি : অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে এসে বিক্ষোভ প্রদর্শন করল ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের দাবি, অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মূলে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর এসটিজিটি পরীক্ষা গ্রহণ করে টিআরবিটি।কিন্তু পরীক্ষা গ্রহণের পর প্রায় চার বছর সময় অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি। অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে একাধিকবার এসটিজিটি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনে এসে টি আর বি টি কর্তৃপক্ষের সাথে দেখা করেন। কিন্তু এর কোন সদুত্তোর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সোমবার ফের পরীক্ষার্থীরা শিক্ষা ভবনে এসে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন পরীক্ষার্থীদের মধ্যে একজন জানান, প্রায় চার বছর হতে চলল ,এখন পর্যন্ত কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করে নি। অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশ করুক কর্তৃপক্ষ। ফল প্রকাশের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুক রাজ্য সরকার। এই দাবিতেই তারা এদিন এখানে এসেছেন বলে জানান তিনি। এই পরীক্ষার্থী আরো জানান, ২০২২ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই কর্তৃপক্ষ পুনরায় পরীক্ষা গ্রহণের বিজ্ঞাপন দিয়েছে। এতে তাদের কোন অসুবিধা নেই। কিন্তু অবিলম্বে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।
উল্লেখ্য একটি পরীক্ষার প্রক্রিয়ার শেষ না করে আরেকটি পরীক্ষা গ্রহণের বিজ্ঞাপন এর আগে টিআরবিটি কর্তৃপক্ষ কোনদিন জারি করেনি। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে ।সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি মামলার বিষয়ে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া, মামলা চলবে সুপ্রিম কোর্টে, আর চাকরি দেবে সরকার। কিন্তু এতে ফলপ্রকাশে টি আরবিটি কর্তৃপক্ষের বাঁধা কোথায়। এদিন পরীক্ষার্থীরা টিআরবিটির চেয়ারম্যান কে না পেয়ে কন্ট্রোলার অফ এক্সামিনেশন শশাঙ্ক ঘোষের সাথে দেখা করে তাদের সংশ্লিষ্ট দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ