Advertisement

Responsive Advertisement

প্রেরণা প্রোগ্রাম ছাত্রছাত্রীদের নতুন দিশা দেখাবে: রতন লাল নাথ





আগরতলা, ৩১ডিসেম্বর: বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ মোহনপুরের জওহর নবোদয় বিদ্যালয় (JNV)-এর ছাত্র মৃন্ময় দেবনাথের বাড়িতে গিয়ে তাকে ‘প্রেরণা’ প্রোগ্রামে নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত অভিনন্দন জানিয়েছেন।
মন্ত্রী জানান, প্রেরণা হলো একটি অভিজ্ঞতামূলক শিক্ষাপ্রকল্প, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার সংযোগ ঘটায়। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলী, সামাজিক দায়িত্ববোধ এবং স্বনির্ভরতা অর্জন করে।

তিনি জানান, প্রেরণা প্রোগ্রাম শিক্ষার্থীদের আত্মসংযম, সময়পালন, দলবদ্ধ কাজ, নেতৃত্ব, নাগরিক দায়িত্ব, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, দেশপ্রেম, নীতি এবং মূল্যবোধের গুরুত্ব শেখায়। বইয়ের জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তব অভিজ্ঞতাও সমানভাবে প্রয়োজনীয়। শিক্ষার্থীরা শিখে যে বড় লক্ষ্য অর্জন সম্ভব সহযোগিতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে, আর আত্ম-প্রেরণা ও নিজের প্রতি বিশ্বাস তাদের কঠিন চ্যালেঞ্জও মোকাবিলা করতে সাহায্য করে। এছাড়াও, এই প্রোগ্রাম শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়িত্ববোধও জাগ্রত করে, যা একজন আদর্শ নাগরিকের পরিচায়ক।

মন্ত্রী বলেন , বিদ্যালয় পর্যায়ে দেশের প্রতিটি জেলার ১৫ জন ছেলে ও ১৫ জন মেয়েকে শিক্ষা মন্ত্রককে মনোনয়ন পাঠানো হয়। এরপর কেন্দ্রীয় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি জেলা থেকে একজন ছেলে ও একজন মেয়েকে প্রেরণা অংশগ্রহণকারী বা অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়। পশ্চিম ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছেন জওহর নবোদয় বিদ্যালয়ের মোহনপুরের ক্লাস ১১-এর মৃন্ময় দেবনাথ এবং কামিনী কুমার স্কুলের অথাই ভৌমিক।

মন্ত্রী আরও জানান, নির্বাচিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্কুল শহর ভাদনারে সাত দিনের একটি প্রশিক্ষণ কোর্সে পাঠানো হয়েছে, যা দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং নেতৃত্ব বিকাশ-এ কেন্দ্রীভূত। প্রশিক্ষণের পর এই শিক্ষার্থীরা ত্রিপুরার বিভিন্ন স্কুলে গিয়ে তাদের অভিজ্ঞতা ভাগ করবেন এবং অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবেন।
মৃন্ময় দেবনাথ সম্পর্কে কথা বলার সময় বিদ্যুৎমন্ত্রী বলেন, “আমি তার বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছি। সে প্রতিভাবান এবং সর্বাঙ্গীন দক্ষ। গানেও তার পারদর্শিতা লক্ষণীয়। আমরা তার এই অর্জনে গর্বিত এবং আশা করি, সে ভবিষ্যতেও এমনই সাফল্য অর্জন করবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ