আগরতলা, ১৪ আগস্ট : নেশা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে তিরঙ্গা বাইক র্যালি সংঘটিত করল পশ্চিম জেলা পুলিশ প্রশাসন। এর নেতৃত্বে ছিলেন জেলা পুলিশ আধিকারিক নমিত পাঠক। ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য এবং দেশবাসীকে অভিনন্দন জানান জেলা পুলিশ সুপার।
এবছর ১৫ আগস্ট দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী চলছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই কর্মসূচি থেকে পিছিয়ে নেই আরক্ষা দপ্তরও। বৃহস্পতিবার ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে রাজধানীতে তিরঙ্গা বাইক রেলি সংঘটিত করল পশ্চিম জেলা পুলিশ প্রশাসন এদিন রাজধানীর শতবর্ষ প্রাচীন পশ্চিম থানার সামনে থেকে শুরু হয় এই তিরঙ্গা বাইক রেলি ।বাইক রেলিতে অংশ নেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক ,সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ মহিলা এবং পুরুষ আরক্ষা কর্মীরা। এই তিরঙ্গা বাইক রেলি প্রসঙ্গে জেলা পুলিশ সুপার নমিত পাঠক জানান, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষেই এই রেলি সংঘটিত করা হচ্ছে। ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য এবং দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ৭৯ বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখনো সমাজের কিছু অংশে একাধিক সমস্যা চলছে। এর মধ্যে ড্রাগস এবং নানাবিধ অপরাধ অন্যতম। ড্রাগস এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়েই এই রেলি সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিন এই বাইক রেলিটি পশ্চিম থানার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।
0 মন্তব্যসমূহ