Advertisement

Responsive Advertisement

রাজ্যের অর্গানিক পণ্যের ব্রেন্ডিং বিষয়ক একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত


 

আগরতলা, ১২ আগস্ট: রাজ্যে উৎপাদিত অর্গানিক পণ্যকে দেশ-বিদেশের মানুষের মধ্যে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলছে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলার এডি নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের কনফারেন্স হলে এক দিনের এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই আলোচনা চক্রের মূল উদ্দেশ্য ছিল অর্গানিক পণ্যের মোড়ককে আরো আকর্ষণীয় করে তোলা, উন্নত মানের প্যাকেজিং এবং ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং এর  কলকাতা সঙ্গে যৌথ উদ্যোগে এই আলোচনা চক্রের  আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সীর ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা, সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিংকু বাসাল দেববর্মা।
এদিনের এই আলোচনাচক্রে রাজ্যের বিভিন্ন জেলার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। কি করে রাজ্যের উৎপাদিত উন্নত মানের অর্গানিক পণ্যগুলোকে দেশ-বিদেশের বাজারে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ