Advertisement

Responsive Advertisement

রোটারি ক্লাব অফ এসপিরিং আগরতলার নতুন কমিটি গঠিত



আগরতলা, ৩০ জুন : রোটারি ক্লাব অফ এসপিরিং আগরতলার ২০২৫-২৬ অর্থবছরের নতুন কমিটির শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডি কে চাকমা, সংস্থার ভাইস প্রেসিডেন্ট গোপা চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন ডা অচিন্ত্য ভট্টাচার্জী, ডক্টর এন এল ভৌমিক, ঝুমা বনিক, ডক্টর বিপ্লব নাথ সহ অন্যান্যরা। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ডক্টর দামোদর চ্যাটার্জি, সম্পাদক হয়েছেন ঝুমা বণিক সেনগুপ্ত, ট্রেজারা হয়েছেন ডক্টর সৌভিক দেববর্মা। রোটারি ক্লাব অফ এসপিরিং আগরতলার পক্ষ থেকে তমাল পাল এই খবর জানিয়েছেন। 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ