Advertisement

Responsive Advertisement

আরো অধিক মহিলাদের বিজেপিতে নিয়ে আসার জন্য খোয়াইতে সভা করলেন মিমি মজুমদার



আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : রাজ্যে শাসকদল বিজেপিতে মহিলাদের আরো ব্যাপক হারে অংশগ্রহণ করানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার। মহিলাদেরকে দলে আরো সংঘটিত করার লক্ষ্যে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং একের পর এক সভা করছেন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার তিনি খোয়াই বিধানসভায় মহিলাদের নিয়ে এক সভায় মিলিত হন। পুরাতন টাউন হলে আয়োজিত এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 
 সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এদিনের সভায় বাজেট, নারী শক্তির উন্নয়ন, নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যে বিচারধারা রয়েছে এই বিষয়গুলো নিয়ে চর্চা হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কি ভাবে মহিলাদের আর্থিক উন্নয়নের বিষয়টি নিয়ে কাজ করছেন তা আলোচনা করা হয়। তিনি আরো বলেন, এক সময় খোয়াইকে বামেদের দুর্গ হিসেবে মনে করা হতো, কিন্তু বিজেপি সরকার মানুষের কল্যাণে কি কাজ করছে এবং বিশেষ করে মহিলারা বুঝতে পারছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কি কি সব কল্যাণকামী কাজ করছেন। তাই খোয়াইয়ের জনগণ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে বামেদের উৎখাত করে বিজেপিকে প্রতিষ্ঠা করা হবে এবং অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে খোয়াই থেকে বিজেপি প্রার্থী জয়ী হবেন। এ দিনের সবাইকে ঘিরে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বলেও জানান তিনি। 
এদিনের এই কর্মসূচিতে মিমি মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন, বিজেপির খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী অপর্ণা সিংহ রায়, মন্ডল সভাপতি অনুকূল দাস প্রমুখ। এই প্রসঙ্গে উল্লেখ্য যে রাজ্যজুড়ে মহিলাদের সহ শক্ত করুন এবং বিজেপি দলে নিয়ে আসার জন্য কাজ করে বেড়াচ্ছেন মিমি মজুমদার। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে সকল মণ্ডলে বিজেপি তুলনা মূলক ভাবে পিছিয়ে রয়েছে এবং বিজেপির নির্বাচিত সদস্য নেই। তার এই চিন্তাভাবনার অংশ হিসেবে তিনি সম্প্রতি বিশ্রামগঞ্জ এবং মান্দাই এলাকাতেও দুটি সভা করেছেন। ওই জায়গাগুলিতেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ