Advertisement

Responsive Advertisement

পোস্ট অফিসের কর্মীর বিরুদ্ধে আমানত কারীর টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল

চাঞ্চল্যকর এই নিউজের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 👈
 অয়ন নাগ, ধর্মনগর, ১৪ মে : মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে আমানতকারীর টাকা আত্মসাৎ করে নিল এক সরকারি কর্মী। না কোন বেসরকারি চিটফান্ড নয় টাকা আত্মসাৎ এর সঙ্গে জড়িত পোস্ট অফিসের এক কর্মী। এই ঘটনা উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে। অভিযুক্ত কর্মীর নাম পূরবী নাথ। স্থানীয় এলাকার সহজ সরল সাধারণ মানুষ নিজেদের কষ্টার্জিত টাকা পোস্ট অফিসে সঞ্চয় করেন জরুরী প্রয়োজনে কাজে লাগাবেন বলে। কিন্তু সাধারণ মানুষের এই সহজ সরল মনোভাবকে হাতিয়ার করে টাকাগুলো আত্মসাৎ করে নেয় সাব পোস্ট অফিসের এম ডি'র দায়িত্বে থাকা পূরবী নাথ বলে সাধারণ মানুষের অভিযোগ। মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করলেও তা পোস্ট অফিসে জমা না করার অভিযোগ পেয়ে মঙ্গলবার স্থানীয় আমানতকারীরা সাব পোস্ট অফিসে আসেন টাকার হিসাব নেওয়ার জন্য। কিন্তু দেখা যায় অনেক আমানতকারী পাসবুক সাব পোস্ট অফিসে নেই। তখন আমানতকারীরা সাংবাদিকদের ডেকে নিয়ে অভিযুক্ত পুরবী নাথের বিরুদ্ধে যখন ক্ষোভ ব্যক্ত করছিলেন তখন গ্রাহকদেরকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতেও বাধা দেয়। এমনকি এই বিষয়ে পূরবী নাথকে জিজ্ঞাসা করা হলে সে নিজেও সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে অস্বীকার করেন।
এই বিষয়ে সব পোস্ট অফিসে কর্মরত আরো এক কর্মী জানান, তিনি গত বছর এই অফিসে যোগদান করার আগে থেকে পূরবী নাথ এমন আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত, সে মানুষের বাড়ি রাস্তাঘাট ইত্যাদি জায়গায় দাঁড়িয়ে আমানতের টাকা সংগ্রহ করে এমনকি অনেকের আমানত বইতে লিখে দিয়েও আসতো টাকার হিসাব। কিন্তু অফিসে এসে এই অর্থ জমা করত না। দীর্ঘদিন এই বিষয়ে পোস্ট অফিসের অন্যান্য কর্মী এবং আমানতকারীরাও অজ্ঞাত ছিলেন। কিন্তু পরবর্তী সময় যখন বিষয়টি জানা যায় তখন পূরবী নাথের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, মূলত সে সাধারণ গ্রাহকদের কত টাকা আত্মসাৎ করেছে তার হিসাব করার কাজ চলছে। অনেক গ্রাহকের পাসবুক পাওয়া যাচ্ছে না আবার তার সহকর্মীর স্বাক্ষর নকল করে পাস বইতে লিখে দিয়েছি। তবে চাপে পড়ে পূরবী নাথ গ্রাহকদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার বিষয় আদৌ সে গ্রাহকদের টাকা মিটিয়ে দেয় কিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ