Advertisement

Responsive Advertisement

পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে শ্রদ্ধা ভক্তির সঙ্গে শ্রী শ্রী ভগবান রাম চন্দ্রের পূজা অনুষ্ঠিত


 
আগরতলা, ২২ জানুয়ারি : সারা রাজ্যের সঙ্গে সোমবার আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগেও শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাধানগর এলাকার রাধামাধব মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রচুরসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এই ওয়ার্ডের কর্পোরেটর সান্তনা সাহা পূজা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। পূজা শেষে এলাকার মানুষদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়। কয়েক শত মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করেন। কর্পোরেটর নিজ হাতে পূজার কাছ থেকে শুরু করে প্রসাদ বিতরণ সবকিছুতেই অংশ নিয়ে ছিলেন।
 ভগবান রামচন্দ্রের পূজার পাশাপাশি রাম কথা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিত্য ও গীতের মাধ্যমে রামচন্দ্রের জীবনের নানা ঘটনা তুলে ধরা হয় উপস্থিত সকলের সামনে। সব মিলিয়ে শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের পূজাকে কেন্দ্র করে উৎসাহ এবং সাড়া লক্ষ্য করা যায় সকলের মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ