Advertisement

Responsive Advertisement

বর্তমান আবহাওয়ায় আলু চাষী ভাইদের উদ্দেশ্যে সতর্কীকরণ বার্তা



গত ৫-৬ দিন সারাদিনব্যাপী আকাশ কুয়াশাচ্ছন্ন ( foggy weather)  রোদের দেখা  মেলেনি। এই ধরনের আবহাওয়ায়, ধসা ( blight ) রোগের জীবাণু সক্রিয় হয়ে উঠে আলু গাছকে আক্রমণ হয়ে থাকে। তাই এই সময় কৃষকদের করনীয়ক  কাজ সমূহ :- 

1 )  এই আবহাওয়া আপনারা জমিতে জল সেচ দেবেন না l
2 )  এই সময়ে আপনারা অবশ্যই তাম্র ঘটিত ঔষধ যেমন  ব্লাইটক্স ( blitox)  বা  মাস্টার কপ  ( master cop ) ধসা রোগের প্রতিরোধক হিসাবে গাছে স্প্রে করবেন l
3 )  নিচে বিস্তারিত ভাবে বিভিন্ন ওষুধের নাম গুলি দেওয়া হলো - 
ব্লাইটক্স ( blitox )  এর মাত্রা হলো প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম এবং কানি প্রতি মিশ্রিত ওষুধের জলের পরিমাণ ৭০ থেকে ৮০ লিটার।


* নাবি ধসা ( Late blight)
এই রোগ আলু চাষের পক্ষে খুবই মারাত্মক l আবহাওয়ার সঙ্গে এই রোগের প্রত্যক্ষ যোগ আছে l শীতকালে পৌষের মাঝামাঝি থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত এ রোগের আবির্ভাব হয় l  যদি আবহাওয়া  আদ্র , স্যাতসেতে , মেঘলা বা মাঝে মধ্যে বৃষ্টি হয়  এবং এই অবস্থা  চার পাঁচ দিন  টানা চললে এ রোগের আবির্ভাব সুনিশ্চিত l
এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে পাতার কিনারা এবং ডগায় গারো বাদামি দাগ পরা l  আবহাওয়া রোগের পক্ষে অনুকূল থাকলে দাগগুলি তাড়াতাড়ি সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতাটি পচে যায় l যদি আক্রমণ শুরু হওয়ার পর আবহাওয়া শুকনো এবং  অপেক্ষাকৃত গরম থাকে তাহলে আক্রমণ অগ্রসর হতে পারেনা  এবং আক্রান্ত অংশ গারো বাদামি ও শুকনো দেখা যায় l আক্রমণ তীব্র হলে গাছের কচি ডাটা এবং শাখা প্রশাখা ও আক্রান্ত হয় এবং পচে যায় l মাটির তলার আলু আক্রান্ত হয় আলাদাভাবে জীবাণু দ্বারা l




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ