আগরতলা, ৯ ডিসেম্বর : শারদীয়া ধামাকা ও ধনতেরস ধামাকা উপলক্ষে আগরতলার ঊষা জুয়েলার্স-এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য যে অফারগুলি গুলি দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম অফার ছিল লাকী ড্র ও মেগা ড্র। শনিবার সকলের সামনে লাকী ড্র ও মেগা ড্র বিজয়ী গ্রাহকদের হাতে পুরস্কারগুলি তুলে দেন দৈনিক সংবাদে বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক। 
মোট ৮ জন লাকী ড্র বিজয়ী গ্রাহক পান স্বর্ণমুদ্রা।
যারা ভাগ্যবান বিজেতা তাদের নাম যথাক্রমে, দিপায়ন চৌধুরী, আড়ালিয়া। সীমা দেবনাথ, এ.ডি. নগর। সেবিকা চকমা, শিলাছড়ি। সাগরিকা পাটউড়ী, বিলোনীয়া। বৰ্ণালী দেব, নরসিংগড়। সুমন দেববর্মা, লেম্বুছড়া। প্রীতি দাস, রাণীর বাজার। নন্দিতা দাস, খয়েরপুর।
আর মেগা ড্র বিজয়ী তিন জন হলেন রাখাল দাস, বিশালগড়, তিনি পেয়েছেন স্বর্ণের নেকলেস। পিন্টু দেবনাথ, উজান অভয়নগর, তিনি পেয়েছেন স্বর্ণের দুল, রেখা রাণী দেব্বর্মা, বিশ্রামগঞ্জ, তিনি পেয়েছেন স্বর্ণের আংটি। আগামী দিনের জন্য এভাবে সেতারা প্রতিষ্ঠানের পাশে থাকে এই আহবান রাখেন প্রতিষ্ঠানের মালিক। ক্রেতা সাধারনকে সঠিক ও গুণগতমান সম্পন্ন সামগ্রিক প্রদান করা হয় বলেও জানান তিনি।