Advertisement

Responsive Advertisement

১৭ দফা দাবিতে সাতটি বাম গণতান্ত্রিক সংগঠন রাজভবন অভিযান কর্মসূচি পালন করে

আগরতলা, ২৩নভেম্বর : ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ অন্যান্য সাতটি সংগঠনের উদ্যোগে দলিতদের অধিকার সামাজিক ন্যায়সহ ১৭ দফা দাবিতে রাজ ভবন অভিযান কর্মসূচি পালিত হল। বৃহস্পতিবার রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনী থেকে এই সংগঠনের কার্যকতারা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য যাত্রা করে।
কিন্তু বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল একটি ভিআইপি রোডের সার্কিট হাউস এলাকায় এলে পুলিশ মিছিলটিকে আটকে দেয়। তখন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এই সমাবেশ থেকে তীব্র ভাষায় সরকারের সমালোচনা করা হয়। সেই সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান রাখা হয়। 
দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, অবিলম্বে তপশিলিভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং নিয়মিত সেটি প্রদান করা। প্রতিটি জেলায় তপশিলি ছাত্র ছাত্রীদের প্রয়োজনে সরকারি খরচে আবাসিক বিদ্যালয় স্থাপন করা, নয়া শিক্ষানিতি বাতিল করা,  সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ করা ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ