আগরতলা, ১৯ আগস্ট : মঙ্গলবার পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন সদর এস ডি পিও দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী। সাংবাদিক সম্মেলনে সদর এসডিপিও জানান
গত ১৬ ই আগস্ট পশ্চিম থানার পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে বাইক ও স্বর্ণালংকার ছিনতাইকারী একটি গ্রুপ বর্ডার এলাকায় অপরাধ সংগঠিত করতে জমায়েত হয়েছে। সেই মতো পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি নেতৃত্বে এবং দুর্গা চৌমুহনী থানার পুলিশের সহায়তায় তাদেরকে ধাওয়া করা হয়। সেই সময় তারা পুলিশের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। সেই হামলায় দুর্গা চৌমুহনী থানার দীপক দেব নামে একজন কনস্টেবল আহত হয়। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে তিনটি চুরি যাওয়া বাইক স্বর্ণালংকার সহ ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। তাদের নাম অমর দাস অফিস টিলা বিশালগড়, মিন্টু রুদ্র পাল পিসিসি ইট বাট্টা দক্ষিণ রামনগর। ঝুটন মিয়া জয়পুর মসজিদের কাছে এবংশাকিল মিয়া বাড়ি রাজনগর। এই গাংটি শুধু আগরতলা নয় বিশালগড় এবং উদয়পুরসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিনতাই ও চুরি কান্ডের সঙ্গে জড়িত।মঙ্গলবার পুলিশ রিমান্ডেের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে পাশাপাশি পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ তাদের সঙ্গে কারা জড়িত এবং চুরির কি কি সামগ্রী আছে তা উদ্ধার করার চেষ্টা করা হবে বলে জানান সদর এসডিপি ও।
0 মন্তব্যসমূহ