আগরতলা, ১৪ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতার সংগ্রামীদের বীরত্বগাথা ছড়িয়ে দিতে এবং দেশের প্রতি ভালোবাসা জাগ্রত রাখতে ‘হর ঘর তিরঙ্গা’ চলছে। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত সারাসীমা এলাকায় উপস্থিত উপস্থিত ছিলেন সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
তিনি সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের সঙ্গে জনসম্পর্ক স্থাপন করেন এবং প্রত্যেকের হাতে গর্বের প্রতীক তিরঙ্গা তুলে দেন। এই উদ্যোগের মাধ্যমে দেশপ্রেমের বার্তা ও স্বাধীনতার অমর চেতনা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এদিন তার সঙ্গে পানীয় নেতৃবৃন্দ সহ কর্মে সমর্থকরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ