আগরতলা, ১৭ আগস্ট : রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন, এই আহ্বানে সাড়া দিয়ে পুলিশও নিয়মিত অভিযান চালাচ্ছে এবং সাফল্য আসছে। ৭ অগাস্ট ৯০হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক অটো চালককে আটক করেছিল আমতলী থানার পুলিশ। তার নাম সুবীর সূত্রধর। পুলিশি জিজ্ঞাসাবাদে সুবীর জানায় সে সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে ইয়াবাগুলো নিয়েছিল। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাধারঘাট পেট্রল পাম্পের সামনে থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে রবিবার আদালতে তোলা হয়। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। উল্লেখ্য অটো চালক সুবীর ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে রাজা সাহার বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল। পুলিশ অবশ্য রাজা সাহাকে এখনো আটক করতে পারেনি।
0 মন্তব্যসমূহ