Advertisement

Responsive Advertisement

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মানসম্মত শিক্ষা অপরিহার্য: রতন লাল নাথ


আগরতলা, ১ ডিসেম্বর: দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষেই।
আজ মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। 
মন্ত্রী বলেন, বিদ্যালয় ও কলেজের পরিবেশ এক নয়। স্কুলে শৃঙ্খলা খুব কঠোর থাকে, কিন্তু কলেজে তুলনামূলক বেশি স্বাধীনতা রয়েছে। এই সময়ে, নতুন পরিবেশে প্রবেশের মুহূর্তে কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আগে এতো সুবিধা ছিল না, এখন সবকিছুতেই প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। আমরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ও ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়তে চাই। আর এই লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন, যা করছে রাজ্য ও কেন্দ্র সরকার নতুন শিক্ষানীতির মাধ্যমে। সমাজে দুর্নীতি আছে, আর যদি আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, তবে মানসম্মত শিক্ষাই আবশ্যক ।
তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত বিহার নির্বাচনে জনগণ জঙ্গলরাজ, দুর্নীতি ইত্যাদি চাননি। একটি দেশের ভাগ্য গড়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে। প্রত্যেকেই নিজের জায়গায় মহান। এখন প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় সবাইকে অংশ নিতে হবে, না হলে কিছুই সম্ভব নয়। মানসম্মত শিক্ষা ছাড়া কেউ চাকরি পাবে না। সবারই মেধা আছে, কিন্তু সেই মেধা লালন-পালন করবেন শিক্ষক-প্রফেসররা। এই কলেজে গত বছর এনইপি ব্যবস্থায় পাশের হার ছিল ৪২ শতাংশ, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৬২ শতাংশে। আমি ছাত্রছাত্রী দের ভালোবাসি, পছন্দ করি, আমিও একজন ছাত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ