আগরতলা, ৩ নভেম্বর: “সঞ্চয় জল, উন্নত কাল” — এই মূলমন্ত্রকে সামনে রেখে সোমবার উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হলো “উত্তর জল সংরক্ষণ যাত্রা ২০২৫” কর্মসূচি। ধর্মনগরের বিবেকানন্দ শতবর্ষিকী ভবনের সামনে আয়োজিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অসংখ্য সাধারণ মানুষ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলার সভাধিপতি অপর্ণা নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজেশ পাণ্ডে, উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় স্বশাসিত সংস্থার চেয়ারম্যান, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই অভিযানের লক্ষ্য — জল সংরক্ষণের টেকসই ব্যবস্থা গড়ে তোলা, যার অংশ হিসেবে জেলাজুড়ে নির্মাণ করা হবে ৫০,০০০-রও বেশি সোক পিট। এ উদ্যোগ শুধু জল ব্যবস্থাপনাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব উন্নয়নের এক অঙ্গীকারও বটে।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে, পরে অতিথিদের সংবর্ধনা ও জল সংরক্ষণ পরিকল্পনার উপর বিশদ উপস্থাপনা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জনগণকে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ধর্মনগর পৌর পরিষদের সভানেত্রী মিতালী রাণী দাস সেন। তার আহ্বানে উপস্থিত সকলেই শপথ নেন জল সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ থাকার। অনুষ্ঠানে প্রতিধ্বনিত হয় একটাই বার্তা —“জল বাঁচাও, ভবিষ্যৎ গড়ো।”
0 মন্তব্যসমূহ