আগরতলা, ১৩ অক্টোবর : পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায়। মৃতের নাম রাধা গোবিন্দ দেবনাথ, বয়স ৫২। রবিবার তিনি মাছ ধরার জন্য চাম্পামুরা এলাকায় একটি পুকুরে যান। সেদিন সন্ধ্যা হয়েগেলেও রাধাগোবিন্দ দেবনাথ বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শেষপর্যন্ত সোমবার সকালে উনার ছেলে মৃতদেহ পুকুরের জলে ভেসে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিন্থিয়া ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। শেষপর্যন্ত পুকুর থেকে রাধা গোবিন্দ দেবনাথ এর মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ