Advertisement

Responsive Advertisement

রাস্তায় ফেলে রাখা দেবী প্রতিমা সরাতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীদের প্রশংসনীয় উদ্যোগ



আগরতলা, ৯ অক্টোবর: ধর্মের অবমাননা রুখতে রাস্তাঘাটে ও আবর্জনার ধারে ফেলে রাখা লক্ষ্মী প্রতিমা গুলো সংগ্রহ করে দশমী ঘাটে বিসর্জনের ব্যবস্থা করল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মী সমর্থকরা। লক্ষ্মী প্রতিমা সহ অন্যান্য প্রতিমা রাস্তাঘাটে না রেখে সরাসরি বিসর্জন করতে সকলের প্রতি আহ্বান জানান তারা। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মী সমর্থকদের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের শুভ বুদ্ধি অংশের জনগণ।
সম্প্রতি কোজাগরী লক্ষ্মীপূজো অনুষ্ঠিত হলো। এই দিনে ঘরে ঘরে পুজিতা হলেন ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মী। কিন্তু কিছু অংশের মানুষজন তাদের বাড়ি ঘরের পুরনো লক্ষ্মী প্রতিমা লক্ষ্মীপূজো সময় রাস্তার ধারে বা আবর্জনার স্থানে ফেলে রেখে দেন ।বিষয়টি যেমন একদিকে দৃষ্টিকটু, তেমনি এতে ধর্মের অবমাননা হয়। এই বিষয়টি লক্ষ্য রেখে প্রতি বছরের মত এবারও বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মী সমর্থকরা রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রাখা পুরনো লক্ষ্মী প্রতিমা গুলো সংগ্রহ করেন। এরপর তারা গাড়ি করে প্রতিমা গুলোকে নিয়ে দশমী ঘাটে বিসর্জনের ব্যবস্থা করেন। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের এই কাজের সাথে যুক্ত কর্মকর্তাদের মধ্যে ছিলেন ভিকি বিশ্বাস ,আকাশ দে, সাগ্নিক দেব ,সৌভিক দেব, শিবম দেব এবং অন্যান্যরা। এদিন তারা জানান, পুরনো লক্ষ্মী প্রতিমাকে রাস্তার ধারে বা নালা নর্দমার সামনে ফেলে রাখা ধর্মের অবমাননার সামিল। বিষয়টি দৃষ্টিকটুও বটে ।তাই তারা রাস্তায় ফেলে রাখা লক্ষ্মী প্রতিমা উদ্ধার করে দশমী ঘাটে বিসর্জনের উদ্যোগ নিয়েছেন।তারা মনে করেন, রাস্তাঘাটে প্রতিমা ফেলে রাখার চেয়ে সরাসরি বিসর্জন দেওয়াই শ্রেয়। এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্ব হিন্দু পরিষদ এবং দলের কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়ক থেকে প্রচুর সংখ্যক লক্ষ্মী প্রতিমা উদ্ধার করে তারা প্রতিমাগুলো বিসর্জনের ব্যবস্থা করেন। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তাদের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন অংশের জনগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ