Advertisement

Responsive Advertisement

পশ্চিম আগরতলা থানার হাতে চুরি যাওয়া সামগ্রী সহ ৪ দাগি চোর আটক


আগরতলা, ৯ অক্টোবর : চুরি যাওয়া সামগ্রী সহ ৪ দাগি চোরকে আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি স্কুটার সহ ঠাকুর পূজায় ব্যবহৃত বাসন সামগ্রী উদ্ধার করা হয়। নগদ ৫ হাজার টাকাও পাওয়া যায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও দেবপ্রসাদ রায়। সঙ্গে ছিলেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। ধৃতরা হলো শাহিদ মিয়া , দেবাশীষ সরকার, অমিত রায় ও রাকেশ দাস। আড়ালিয়া , বিটারবন সহ বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। এরা স্কুটার দিয়ে মোবাইল ছিনতাই করে পালিয়ে যেত। বিভিন্ন জায়গায় চুরি কাণ্ডে এই স্কুটারটিই ব্যবহার করতো। বিভিন্ন জায়গায় চুরিকাণ্ডের সঙ্গে এরা জড়িত বলে অভিযোগ। উল্লেখ্য কিছু কিছু ক্ষেত্রে পুলিশ চুরি ছিনতাই এর ঘটনায় সাফল্য পেলেও চুরির ঘটনা কিন্তু কোনো ভাবেই কমছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ