Advertisement

Responsive Advertisement

হাওড়া নদীপাড়ে বাঁধ নির্মাণসহ উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ রাজীব ভট্টাচার্যের






আগরতলা, ৯ অক্টোবর:  বৃহস্পতিবার আগরতলা পৌর এলাকার ৩১নং ওয়ার্ডের হাওড়া নদীপাড় অঞ্চলে বাঁধ নির্মাণসহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ও পশ্চিম ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি ইঞ্জিনিয়ারদের একটি দলকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পগুলির অগ্রগতি ও সম্ভাব্য সমস্যা পর্যালোচনা করেন।
হাওড়া নদীর পাড়ে প্রতিবছর বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের ভোগান্তি ও নদীভাঙনের সমস্যা দীর্ঘদিনের। এই প্রেক্ষিতেই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ, পাড় সংরক্ষণ, রাস্তা সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পরিদর্শনের পর রাজীব ভট্টাচার্য ৩১নং ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, কর্পোরেটর ও পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি এলাকার নানাবিধ সমস্যা, চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা সরকারের লক্ষ্য হলো নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। হাওড়া নদীপাড় এলাকায়ও সেই পরিকল্পনাই বাস্তবায়ন করা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিজেপি সভাপতির এই সরেজমিন পরিদর্শনের ফলে এলাকায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁরা আশা করছেন, বহুদিনের নদীভাঙন ও অবকাঠামোগত সমস্যা শীঘ্রই সমাধান হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ