আগরতলা, ১১ অক্টোবর : পশ্চিম জেলার অন্তর্গত ডুকলি কৃষিক মহকুমার উদ্যোগে সেকেরকোর্ট কৃষক বন্ধু কেন্দ্রের শনিবার অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। প্রাকৃতিক কৃষি প্রকল্প গুলোর উদ্বোধন হয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে কেন্দ্রীয় ভাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে। যা সরাসরি সম্প্রচার করা হয় নতুন দিল্লি থেকে। স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়কা অন্তরা সরকার দেব, ঢুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, ডুপ্লি অগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি শিব শংকর সাহা, ডুকলি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ড দেবব্রত পাল সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা, বিশিষ্ট সমাজসেবকগণ এবং দুই শতাধিক কৃষক।
উপস্থিত অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন ধরনের কৃষি সামগ্রী যেমন ডাল বীজ, জৈব সার, ড্রাম, বিভিন্ন ধরনের সবজির বীজ তুলে দেন। কৃষকদের কল্যাণার্থে এবং বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরী সেবা সম্পর্কে কৃষকদের অবগত করার উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষকগণ বিভিন্ন জনপ্রতিনিধি সমাজসেবক এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নে এক নতুন দিক উন্মোচন করেছে। বিভিন্ন কেন্দ্রীয় কৃষি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার কৃষকদের সঙ্গে বসে দেখেন স্থানীয় বিধায়িকা সহ উপস্থিত সকলে।
0 মন্তব্যসমূহ