Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা আশাকর্মী সংঘের স্মারকপত্র পেশ — প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দাবি জানানো হল





আগরতলা, ৯ অক্টোবর: ত্রিপুরা প্রদেশ আশাকর্মী সংঘ, যা ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যুক্ত, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা বিশাল কুমারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র পেশ করে।
সংগঠনের প্রতিনিধি দল এদিন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে স্মারকপত্র জমা দেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের আশাকর্মীরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের ন্যায্য পারিশ্রমিক, স্থায়ীকরণের দাবি এবং কাজের পরিবেশ সংক্রান্ত সমস্যা আজও সমাধান হয়নি।
স্মারকপত্রে মূলত আশাকর্মীদের জন্য স্থায়ী চাকরির স্বীকৃতি, সম্মানজনক ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তি এবং অবসরকালীন সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, সরকারের কাছে এই দাবিগুলি বিবেচনা করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ