Advertisement

Responsive Advertisement

ঘূর্ণিঝড় মিধিলির কারণে শনিবার ত্রিপুরার সব স্কুল ও অঙ্গনওয়াড়ি বন্ধের ঘোষণা

আগরতলা, ১৭ নভেম্বর : মিধিলি'-এর প্রভাবের কথা চিন্তা করে শনিবার রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা নিজে এই ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রিয় ত্রিপুরাবাসী, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে ঘুর্ণিঝড় 'মিধিলি'-এর প্রভাবে আজ ও কাল উভয় দিনেই রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সর্বোচ্চ সতর্ক বার্তা জারি করা হয়েছে। রাজ্য প্রশাসন সর্বোত ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর রয়েছে। জীবন ও সম্পত্তি রক্ষায় সম্ভাব্য পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রাজ্য সরকার আগামীকাল অর্থাৎ শনিবার, ১৮ই নভেম্বর, ২০২৩ তারিখে সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমি রাজ্যের সকল অংশের জনগনকে নিরুদ্বেগ থেকে সরকারকে সহযোগিতা করতে এবং সতর্কতা অবলম্বন করার আহ্বান রাখছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ