Advertisement

Responsive Advertisement

মহালয়া উপলক্ষ্যে দক্ষিণ জেলায় উদযাপিত আর এস এস-এর শতবর্ষ উৎসব


আগরতলা, ২১ সেপ্টেম্বর: মাতৃপক্ষ সূচনার পুণ্য লগ্নে দক্ষিণ জেলার বিলোনিয়ায় অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। এদিনের বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, যিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঙ্ঘের শতবর্ষের ইতিহাস ও আদর্শকে স্মরণ করেন।
মিমি মজুমদার বলেন, “এক শতাব্দী ধরে সঙ্ঘ যে আদর্শ ও ত্যাগের আলোয় জাতিকে পথ দেখিয়েছে, তা আজ ভারতের একতার মেরুদণ্ড। জাতীয়তাবাদের এই অগ্নিশিখা আগামী প্রজন্মকে আরও শক্তিশালী করে তুলুক এবং আত্মনির্ভর ভারতের নির্মাণে প্রেরণা যোগাক।
অনুষ্ঠানটি ছিল একাধিক আকর্ষণীয় কার্যক্রমের সমন্বয়ে গঠিত। আরএসএস-এর সদস্যরা তাদের শারীরিক কসরতের দক্ষতা প্রদর্শন করেন, যা দেখার জন্য ভিড়টি ব্যাপক উৎসাহে পরিপূর্ণ ছিল। এছাড়া শহরের রাস্তায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে সঙ্ঘের সদস্যরা সুশৃঙ্খলভাবে বিভিন্ন আদর্শবাক্য ও স্লোগান নিয়ে শহরজুড়ে পথ প্রদর্শন করেন।
উৎসবটি শুধুমাত্র সঙ্ঘের ইতিহাস ও সংহতি উদযাপনেই সীমাবদ্ধ ছিল না, বরং নতুন প্রজন্মের কাছে দেশের প্রতি কর্তব্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছানোর উদ্দেশ্যেও এটি আয়োজন করা হয়।
বিলোনিয়ার এই মহা অনুষ্ঠানটি প্রমাণ করে, সঙ্ঘ কেবল একটি সংগঠন নয়, বরং ভারতের ঐক্য ও জাতীয়তাবাদের চেতনাকে শক্তিশালী রাখার এক অভিন্ন প্রতীক। উপস্থিতি ও উদ্দীপনার মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, এক শতাব্দী পরেও এই আদর্শ আগামী প্রজন্মকে পথ দেখাতে সক্ষম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ