Advertisement

Responsive Advertisement

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগরতলায় সেবা পাক্ষিকে ফলম মিষ্টি বিতরণ কর্মসূচিতে জওহর সাহা






আগরতলা, ২১ সেপ্টেম্বর: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে চলমান “সেবা পাক্ষিক” কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলায় এক মহৎ সমাজসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের উদ্যোগে এদিন অটল বিহারী রিজনাল ক্যান্সার হসপিটালের সমস্ত রোগীর মধ্যে ফল, মিষ্টি এবং টাওয়াল বিতরণ করা হয়।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা জহর সাহা, যিনি সমাজসেবার এই মহৎ কাজে সহযোগিতা করতে ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহারাজ গয়া সাধন জমাতিয়া কমল প্রভু, সুকেশ কলই সহ একাধিক সমাজসেবী ও সেবিকা, যারা আগ্রহ এবং উৎসাহের সঙ্গে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন।
শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হলো শুধু স্বাস্থ্যসেবা কেন্দ্রের রোগীদের শারীরিক সুবিধা নিশ্চিত করা নয়, বরং তাদের মানসিক স্বস্তি ও সামাজিক সংহতি বৃদ্ধি করা। আশ্রমের সেবিকা এবং স্বেচ্ছাসেবীরা প্রত্যেক রোগীর সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ ও দয়া প্রদর্শন করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এই উদ্যোগে অংশগ্রহণ করে তারা সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেয়েছেন। বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে আনন্দ ও আশা ফিরিয়ে আনা এই কর্মসূচির অন্যতম সাফল্য।
জহর সাহা তাঁর বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিনকে শুধু উদযাপনের দিন হিসেবে নয়, বরং সমাজসেবার দিন হিসেবে পালন করা উচিত। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।”
সেবা পাক্ষিকের এই কার্যক্রমে আগরতলা শহরের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করছেন এবং আশা করা হচ্ছে, আগামীদিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যা সমাজের প্রান্তিক মানুষদের জীবনে আলো ও আশা নিয়ে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ