Advertisement

Responsive Advertisement

বেনিফিশিয়ারি গড়ে তোলার পাশাপাশি মানুষ যেন সুস্থ থাকেন সেই চেষ্টা করছে সরকার : রামপ্রসাদ

 



আগরতলা, ২০সেপ্টেম্বর : শুধু সরকারি সুযোগ সুবিধা দিয়ে বেনিফিশিয়ারি গড়ে তোলাই নয় এর পাশাপাশি মানুষ যেন সুস্থ থাকেন সেই চেষ্টাও করছে বর্তমান রাজ্য সরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ওপেন জিম খোলা হচ্ছে। মানুষ যেন শরীর চার্চ করতে পারেন। কথাগুলি বলেছেন সূর্যমনিনগর কেন্দ্রের বিধায়ক তথা বিধানসবার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শনিবার ডুকলি বাজারে পুর নিগমের ৪৪ নাম্বার ওয়ার্ডের উদ্যোগ নব নির্মিত ওপেন জিম ও ওয়ার্ড অফিস এর উদ্বোধন করা হয়। সেখানে এই কথাগুলি বলেন রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দও, মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্নরা। উপাধ্যক্ষ এই কাজে সহযোগিতার জন্যে আগরতলা পুর নিগমের মেয়রের প্রশংসা করেন। নতুন ওয়ার্ড অফিস ও ওপেন জিম চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে জুবা থেকে প্রবীণ সব বয়সীরাই উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ