Advertisement

Responsive Advertisement

২৫ সেপ্টেম্বর থেকে বিজেপির হর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী অভিযান



আগরতলা, ২০সেপ্টেম্বর : হর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী এই বার্তাকে সামনে  রেখে প্রদেশ বি জে পি কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান উপলক্ষ্যে  এক কর্ম শালার  আয়োজন করা হয়। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তাতে উপস্থিত ছিলেন উত্তরপূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত গুজরাটের সাংসদ  দবল পেটেল। এছাড়া ছিলেন আসাম ও ত্রিপুরার  সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র  রাজু, প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজিব ভট্টাচার্য, সহ-সভাপতি সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য  সহ অন্যান্য রাজ্যস্তরের নেতৃত্ব। গুজরাটের সাংসদ  দবল পেটেল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন প্রতি ঘরে যেন স্বদেশী সামগ্রী ব্যবহার করা হয়। স্বদেশী সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করে আত্মনির্ভর ভারত গড়ে তোলাই এর মূল লক্ষ্য।  আগামী ২৫ সেপ্টেম্বর  থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই সম্পর্কিত ব্যাপক প্রচার অভিযান চলবে। এই কর্মসূচি সফল করার লক্ষেই এদিনের এই কর্মশালার আয়োজন বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ