আগরতলা, ২১সেপ্টেম্বর : যুবশক্তির অংশগ্রহণ এবং চিন্তাধারা ছাড়া দেশের অগ্রগতি কোনো মতেই সম্ভব নয় ,রবিবার সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যুব মোর্চার নমো যুব রানের সূচনা করে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার দেবীপক্ষের প্রথম সকালে রাজধানীতে নমো যুব রান সংঘটিত করলো যুব মোর্চার রাজ্য কমিটি ।রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা ।এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন ।মন কি বাত সহ অন্যান্য অনুষ্ঠানে তিনি প্রায় সময়েই দেশ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ।মুখ্যমন্ত্রী বলেন, যুবশক্তির অংশগ্রহণ এবং চিন্তা ধারা ছাড়া দেশের অগ্রগতি কোন মতেই সম্ভব নয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন উপলক্ষে সেবা পাকুয়ারা নামে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।আমাদের নেতার প্রতি উৎসর্গ করতে রক্তদান শিবির ,স্বচ্ছ ভারত অভিযান ,বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান ,নেশা মুক্ত ভারত এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য যুব সমাজকে জাগ্রত করতে হবে।
নমো যুব রান শিষ্যক এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রীও। অংশগ্রহণকারী ক্রীড়াপ্রেমীদের সাথে কিছুটা পথ দৌড়ান তিনি ।ম্যারাথন দৌড়টি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তি এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
0 মন্তব্যসমূহ