Advertisement

Responsive Advertisement

মজলিশপুর গ্রাম পঞ্চায়েত ই-গভর্ন্যান্স সম্মেলন ন্যাশনাল লেভেল সিলভার অ্যাওয়ার্ড পেলো


আগরতলা, ২২ সেপ্টেম্বর : ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত। পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত সোমবার জাতীয় স্তরে সাফল্যের স্বীকৃতি পেল। অন্ধ্র প্রদেশেr বিশাখাপট্টনমে চলমান ২৮তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলন ২০২৫-এ এই গ্রাম পঞ্চায়েতকে ন্যাশনাল লেভেল সিলভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
ডিজিটাল সেবাকে গ্রামীণ স্তরে পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কার্যক্রমকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ক্ষেত্রে পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের বিশেষ উদ্যোগকে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিয়েছে। এই অর্জন শুধু পঞ্চায়েত নয়, সমগ্র ত্রিপুরার জন্য এক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
রাজ্যের প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষও এই সম্মান লাভে খুশি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও গ্রামীণ এলাকায় প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার কাজে আরও গুরুত্ব দেওয়া হবে।
এই স্বীকৃতির ফলে ত্রিপুরার গ্রামীণ প্রশাসন দেশের অন্য রাজ্যের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ