আগরতলা, ২১ সেপ্টেম্বর : সিমনার হেজামারায় বিজেপির কর্মসূচির উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।শনিবার বিকেলে আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান তিনি। আহতদের সাথে কথা বলেন সাংসদ। তিনি জানান ,এফআইআর করার জন্য বলা হয়েছে। জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
রবিবার সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারায় বিজেপির দলীয় কর্মসূচির উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজেপির এই কর্মসূচি ছিল। দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন বিজেপি নেতা মঙ্গল দেববর্মা ,সাংবাদিক কমল দেববর্মা ।এছাড়াও একজন মহিলা কর্মীসহ মোট চারজন এই হামলার ঘটনায় আহত হয়েছেন ।তাদের মধ্যে মঙ্গল দেববর্মা ও কমল দেববর্মা এই দুইজনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।খবর পেয়ে রবিবার বিকেলের জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।তিনি কথা বলেন বিজেপি নেতৃত্ব মঙ্গল দেববর্মা এবং সাংবাদিক কমল দেববর্মার সাথে ।তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি ।ঘটনায় আহত দের পরিবার-পরিজনদের পাশে থাকার বার্তা দেন সাংসদ বিপ্লব কুমার দেব ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি ।প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,ঘটনার এফ আই আর করার জন্য বলা হয়েছে। এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো জানান, হামলাকারীরা সমাজদ্রোহী। এরা সব সময় সুযোগ খোঁজে। এই ধরনের হামলার ঘটনা সমাজে ভালো বার্তা দেবে না বলে জানিয়ে তিনি বলেন ,নিজেদের মধ্যে এমন ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থানরত মহারাজার সাথে তার কথা হয়েছে বলে জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন হেজামারার ঘটনায় আহত সাংবাদিক কমল দেববর্মাকে দেখতে জিবি হাসপাতালে যান বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা। তিনি আহত সাংবাদিক কমল দেববর্মার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে কথা বলেন।
0 মন্তব্যসমূহ