Advertisement

Responsive Advertisement

রাজ্যে প্রধানমন্ত্রীর সফর, যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ



আগরতলা, ২০ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে আসছেন। তাঁর সফরকে কেন্দ্র করে রাজ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা জেলা প্রশাসন ইতিমধ্যেই যান চলাচলে নিয়ন্ত্রণ ও বিকল্প রুট ব্যবহারের নির্দেশ জারি করেছে।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগরতলা এমবিবি এয়ারপোর্ট থেকে সেকেরকোট পর্যন্ত রাস্তায় সব ধরনের ভারী ও হালকা যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ট্রিপার, ইট, সিমেন্ট, রড ও বাঁশ বহনকারী গাড়ি ছাড়াও অন্যান্য পণ্যবাহী যান চলাচল এই সময়ে বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার গাড়িগুলিকে বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।
জেলাশাসকের নির্দেশ অনুযায়ী বিকল্প রুটগুলি হল—
১) নারায়ণপুর–নরসিংগড়–রামনগর–গান্ধীগ্রাম বাজার–শালবাগান–রাবার বোর্ড–চানমারি।
২) জিবি–ইন্দ্রনগর–ধলেশ্বর–মঠচৌমুহনী–যোগেন্দ্রনগর–বাইপাস।
৩) এডিনগর–বটতলা–ফায়ার সার্ভিস–কের চৌমুহনী–শংকর চৌমুহনী–বড়জলা–ময়লাখলা (ভারতরত্ন ক্লাব হয়ে)–এমবিবি এয়ারপোর্ট।
৪) জিবি–আইএলএস–এসডিও চৌমুহনী–নন্দন নগর–বণিক্য চৌমুহনী–খয়েরপুর–আমতলী–খয়েরপুর বাইপাস–আমতলী।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর মাতাবাড়ি পরিদর্শন কর্মসূচিকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা প্রশাসনও একাধিক নির্দেশ জারি করেছে। ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে পরীক্ষামূলক অভিযান চালানো হবে এবং ২২ সেপ্টেম্বরও একই নিয়ম কার্যকর থাকবে। এসময় উত্তম ভক্ত চৌমুহনী থেকে বিশালগড় বাইপাস হয়ে পাথালিয়াঘাট পর্যন্ত ৮ নং জাতীয় সড়কের উপর যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ব্যবসায়ীদেরও রাস্তার উপর কোনও সামগ্রী রাখতে নিষেধ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, উক্ত সড়ক সংলগ্ন পেট্রোল পাম্পগুলিকেও পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। বিশালগড় বাইপাস থেকে এসডিপিও অফিস চৌমুহনী হয়ে বিশালগড় মোটরস্ট্যান্ড পর্যন্ত রাস্তা সাধারণের জন্য বন্ধ থাকবে, তবে এসডিপিও চৌমুহনী থেকে অফিসটিলা হয়ে মোটরস্ট্যান্ড পর্যন্ত রাস্তা উন্মুক্ত থাকবে।

দক্ষিণ ও গোমতী জেলা থেকে আগত প্রাইভেট গাড়িগুলিকে মেলাঘর–সোনামুড়া–কলমচৌরা রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশালগড় ও বিশ্রামগঞ্জ থেকে আগত গাড়িগুলিকে বিশালগড়–মধুপুর–আগরতলা অথবা বিশ্রামগঞ্জ–ইটভাট্টা–টাকারজলা–শ্রীনগর রুট ব্যবহার করতে বলা হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এইসব বিধিনিষেধ অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবার গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ