আগরতলা, ১৭ আগস্ট : প্রথা মেনে রাজন্য আমল থেকেই আগরতলার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে মনসা দেবীর পূজা। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আজও অক্ষুন্ন রয়েছে। সমান মর্যাদা ও ভক্তিভরে পূজা হয় এখানে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। রবিবার ভোর থেকেই দুর্গা বাড়ি প্রাঙ্গণে ভক্ত-সমাগমে উৎসবের আবহ তৈরি হয়। পূজার্চনা, আরতি, শাঁখ-ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত ভক্তরা মনসা মায়ের আশীর্বাদ কামনা করে পূজায় অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা দুর্গা বাড়িতে চলে আসছে। শুধু আগরতলাই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পূজায় অংশ নিতে আসেন। পূজার আয়োজকরা জানিয়েছেন, এই পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি আগরতলার সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। তাই প্রতি বছরই বিশেষ গুরুত্ব দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই পূজা হয়।
0 মন্তব্যসমূহ