আগরতলা, ১৭ আগস্ট : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু স্বামী-স্ত্রী। ঘটনায় রবিবার বিকেলে বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে। জানা গেছে খোয়াইয়ের দিবাকর ঘোষ এবং উনার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ কমলা সাগর কসবেশ্বরী কালী মন্দির থেকে পুজো দিয়ে স্কুটি দিয়ে ফেরার পথে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে একটি ইকো গাড়ির সাথে সংঘর্ষ হয়, তাতে স্কুটিতে থাকা স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে আহত দুজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্য রূপে চিকিৎসকরা প্রিয়াঙ্কা ঘোষকে মৃত বলে ঘোষণা করে এবং দিবাকর ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দিবাকর ঘোষকে নিয়ে আসা হলে সেখানেও তার শারীরিক পরীক্ষার পর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে দিবাকর ঘোষের মৃতদেহ হাঁপানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে সোমবার দিবাকর ঘোষের মৃতদেহ ময়না তদন্তের পর ওনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ