আগরতলা, ১১ আগস্ট: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আহ্বানকে সাড়া দিয়ে সিপাহীজলা জেলার দক্ষিণ নলছড় মন্ডলের অন্তর্গত রাজীব নগর গ্রামে "এক পেড় মা কি নাম" কর্মসূচীর আয়োজন করা। বিজেপি কিষান মোর্চার নলছড় মন্ডলের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায়, বিজেপি সিপাহীজলা দক্ষিণ সভাপতি উত্তম দাস কিষান মোর্চা প্রদেশ সহ-সভাপতি জয়দেব সরকার, প্রদেশ সদস্য তথা বৃক্ষরোপণ কার্যক্রম সিপাহীজলা জেলা ইনচার্জ দীপা দে কিষান মোর্চা নলছড় মন্ডল সভাপতি দুলাল দাস প্রমূখ।
0 মন্তব্যসমূহ