Advertisement

Responsive Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের এক প্রতিনিধি দল



আগরতলা, ১৯ আগস্ট: রাজ্যের জনজাতিদের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে বৈঠক করলেন এক প্রতিনিধি দল। মঙ্গলবার রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর-পূর্ব ভারতের বিজেপির সংযোজক সম্বিত পাত্র সহযোগিতায় রাজ্যে সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের বর্তমান মন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক রামপদ জমাতিয়া, শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ বরিষ্ট নেতৃত্বদের প্রতিনিধি দল দিল্লিতে গৃহমন্ত্রী অমিত শাহর সাথে বৈঠকে মিলিত হন। এ দিনের এই বৈঠকেরাজ্যের জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন এবং চলমান বিভিন্ন রাজনৈতিক বিষয়ে গঠনমূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পার্লামেন্ট ভবনে সাক্ষাৎ হয়। ত্রিপুরা রাজ্যের বর্তমান বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উনি গুরুত্ব সহকারে প্রতিনিধিদের বক্তব্য শুনে রাজ্যের উন্নয়ন ও শান্তি বজায় রাখার জন্য যাহা করা উচিত তাহা ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। তাদের এই বৈঠক আগামী দিনে রাজ্যের জনজাতিদের কল্যাণে কেন্দ্র সরকারের তরফে নতুন করে সহায়তা আসবে বলে আশা করা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ